আলেমরা হলেন নবীদের উত্তরাধিকারী। নবীগণ দুনিয়া চালাতে সকল বিষয়েই নেতৃত্ব দিয়ে গেছেন। দ্বীন ও দুনিয়া এক সঙ্গে করে নিয়েই তাঁরা চলেছেন। দুনিয়ার জীবন সুন্দর ও পরিপাটি করেছেন দ্বীনের মাধ্যমে। দুনিয়ার প্রতিটি সেক্টরে নবীদের প্রশংসনীয় অতুলনীয় নেতৃত্ব রয়েছে। আর, আলেমরা হলেন সেই নবীদের উত্তরাধিকারী। তাই, আলেমদের নেতৃত্বেই কল্যাণ রাষ্ট্র গঠন সম্ভব হবে।